বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ফোরাম অনুষ্ঠিত
  2019-11-27 18:40:38  cri
নভেম্বর ২৭: চীনের আন্তর্জাতিক সমস্যা গবেষণালয়ের উদ্যোগে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ফোরাম আজ (বুধবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে 'নতুন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ ও উপায়'। মধ্যপ্রাচ্য ও এর বাইরের দেশের প্রায় ২ শ' দেশি-বিদেশি প্রতিনিধি এবারের ফোরামে অংশ নেন।

এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সংলগ্ন স্থানে রয়েছে মধ্যপ্রাচ্য। এর সুদীর্ঘকালের সভ্যতা ইতিহাস, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান রয়েছে। তবে ভূ-রাজনীতি, জাতি ও ধর্মসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে মধ্যপ্রাচ্যের সমস্যা আরও উল্লেখযোগ্য। এই পটভূমিতে এবারের ফোরামকে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের চাবিকাঠি হিসেবে চিহ্নিত করা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ছেন সিয়াও তুং তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা এবং স্থিতিশীল উন্নয়ন হচ্ছে চীনের আশা-আকাঙ্ক্ষা, স্বার্থ ও দায়িত্বের সঙ্গে জড়িত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা গড়ে তুলতে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিন ও সিরিয়াসহ সংশ্লিষ্ট দেশের কাছে ২০০ কোটি ইউয়ানের সহায়তা দিয়েছে চীন। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইতোমধ্যেই পাঠানো চীনা শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা ১ হাজার ৮ শ' জনেরও বেশি। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040