'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' আইন হিসেবে স্বাক্ষর করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানায় চীনের রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়
  2019-11-28 17:10:11  cri
নভেম্বর ২৮: চীনের রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, 'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' আইন হিসেবে স্বাক্ষর করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, গতকাল (বুধবার) চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে তথাকথিত 'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল--২০১৯' আইন হিসেবে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। এটি নগ্নভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বাস্তবতা থেকে বোঝা যায় যে, হংকংকে বিশৃঙ্খল করার সর্বোচ্চ পেছন শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040