মধ্য-প্রাচ্যের নিরাপত্তা ফোরাম বেইজিংয়ে সমাপ্ত
  2019-11-28 17:10:59  cri
নভেম্বর ২৮: দু'দিনব্যাপী মধ্য-প্রাচ্যের নিরাপত্তা ফোরাম আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে শেষ হয়েছে। মধ্য–প্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন দেশি-বিদেশি প্রতিনিধিরা।

ফোরামের উদ্যোক্তা ইউনিট—চীনের আন্তর্জাতিক সমস্যা গবেষণালয়ের প্রধান ছি জেন হুং এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিনিধি মনে করেন, মধ্য-প্রাচ্য এখন শান্ত নয়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র একতরফাবাদ এবং আধিপত্যবাদ চালায়। এটি মধ্য–প্রাচ্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার প্রধান কারণ।

তিনি বলেন, মধ্য-প্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তা বাস্তবায়ন সম্পর্কে চারটি মতৈক্য তুলে ধরেন দেশি-বিদেশি প্রতিনিধিরা। এক, অভিন্ন, বহুমুখী, সহযোগিতা ও অবিরাম নতুন ধারণা কাজে লাগাতে হবে। দুই, ন্যায্যতার মাধ্যমে ফিলিস্তিন ও ইসরাইলের সমস্যাসহ মধ্য-প্রাচ্যের গুপ্ত সমস্যার সমাধান করতে হবে। তিন, মধ্য-প্রাচ্য সমস্যার সমাধানে উন্নয়নের গুরুত্ব দিতে হবে। চার, সন্ত্রাসবাদ ও চরমপন্থাবাদ দমন ক্ষেত্রে সভ্যতা ও সংলাপ জোরদার করতে হবে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040