নতুন দফার ইইউ কমিটির নামতালিকা প্রকাশিত
  2019-11-28 19:04:20  cri

নভেম্বর ২৮: নতুন দফার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিটির প্রেসিডেন্ট হিসেবে উরসুলা ভন ডেরের নেতৃত্বে নতুন নামতালিকা গতকাল (বুধবার ) ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত হয়েছে। আগামী ১লা ডিসেম্বর নতুন দফার ই্‌ইউ কমিটি শপথগ্রহণ করবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, ইইউ'র সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করে চীন সরকার। ইইউ কমিটির অবস্থা ও ভূমিকাকে গুরুত্বারোপও করে বেইজিং। চীন সবসময় ইউরোপের একীকরণ প্রক্রিয়াকে সমর্থন করে।

মুখপাত্র আরো বলেন, চীন ও ইইউ হচ্ছে বিশ্বে দু'টো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গোষ্ঠী এবং দুটো স্থিতিশীল শক্তি। বর্তমান পরিস্থিতিতে পরস্পরের উন্মুক্তকরণ ও সহনশীলতা বজায় রাখা দরকার। এটি কেবল যে দু'পক্ষের স্বার্থের জন্য কল্যাণকর তা নয়, তা বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040