হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র 'নেকড়ের দাদী' পরিবেশন করে: সিএমজি'র ভাষ্যকার
  2019-11-28 19:39:24  cri
নভেম্বর ২৮: গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্র তথাকথিত 'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' আইন হিসেবে স্বাক্ষর করেছে। এটি মার্কিন অধিবাসীরা নিজেও সহ্য করতে পারে না। অনেকেই ওয়েবসাইটে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজের দেশই তো ভালভাবে ব্যবস্থাপনা করতে পারে না, হংকংয়ের ওপর কিভাবে কাজ করে? তাঁরা সরাসরি বলেছেন যে, হংকং যুক্তরাষ্ট্রের নয়, হংকং পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের উচিত নয় যে, একটি সার্বভৌমত্ব দেশের ওপর হস্তক্ষেপ করা। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি'র ভাষ্যকার মনে করেন, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র 'নেকড়ের দাদী' পরিবেশন করে।

হংকং বিষয় নিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইলে, এক বড় অপচেষ্টা হচ্ছে হংকংয়ের ওপর আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করা, এবং এটি নিয়ে চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করা। যুক্তরাষ্ট্রের এই তথাকথিত বিল পুরোপুরি আধিপত্যবাদ।

বিশ্বে স্বীকৃতি পেয়েছে যে, হংকং গণপ্রজাতন্ত্রী চীনের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল। শুধু চীন সরকারের এই অঞ্চলের ওপর ব্যবস্থাপনার অধিকার রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন পার্লামেন্টে অন্যান্য দেশের ওপর হস্তক্ষেপের উস্কানিমূলক বিল গৃহীত হয়েছে। বাস্তবতা থেকে বোঝা যায় যে,এগুলো সবই নিজের পায়ে কুড়াল মারার শামিল। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040