সহজ চীনা ভাষা---'সিঁড়ি'
  2019-12-03 10:45:36  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'সিঁড়ি'। চীনা ভাষা হলো: 臺階tái jiē। বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। পাঠটি হচ্ছে চীনের আধুনিক লেখক লি সিয়াং সেন রচিত একটি উপন্যাস। গ্রাম ও বাহিনী তার লেখার দুটি প্রধান বিষয় এবং তার গল্পের প্রধান চরিত্রগুলো সাধারণ মানুষ। আর এই পাঠের ঘটনাটি গ্রামে ঘটেছে। এটি বাবাকে নিয়ে একটি দারুণ গল্প।

লেখকের গ্রামটি নিচু এলাকায়। তাই, ভবন নির্মাণের সময় লোকেরা উচ্চ ভিত্তি নির্মাণ করতে পছন্দ করে। এজন্য সবার বাসার সামনে সিঁড়ি দেখা যায়। যারা ধনী, তাদের বাসা আরও উঁচু, সিঁড়িও অনেক। এভাবে বেশি উঁচু সিঁড়ি পরিবারের মর্যাদা ও ভালো জীবনের প্রতীকে পরিণত হয়। অনেকের বাসার সামনে উঁচু সিঁড়ি থাকলেও লেখকের বাসায় শুধু ৩টি সিঁড়ি আছে। লেখকের বাবা সবসময় মনে করেন, তাদের সিঁড়ি নিচু। উঁচু সিঁড়ি তৈরির জন্য বাবা অনেক পরিশ্রম করতে থাকেন। এভাবে অনেক বছর পার হয়ে যায়। বাবা অবশেষে যথেষ্ট টাকা উপার্জন করে উঁচু সিঁড়ি নির্মাণ করেন। তবে, যখন নতুন উঁচু সিঁড়ি তৈরি শেষ হয়, ততদিন বাবাও বুড়ো হয়ে যান। তিনি উঁচু সিঁড়ি দিয়ে পানি ও পণ্য বহন করতে পারে না। তিনি শুধু নিচের সিঁড়িতে বসে ধূমপান করেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

臺階 tái jiē সিঁড়ি 上臺階

shàng tāi jiē সিঁড়ি দিয়ে ওঠা

下臺階 xià tāi jiē সিঁড়ি দিয়ে নামা

房屋 fáng wū বাসভবন

建造房屋 jiàn zào fáng wū বাসভবন নির্মাণ করা 家 jiā বাসা húi jiā回家বাসায় ফেরা搬家 bān jiā বাসা বদলানো

你的家在哪? nǐ de jiā zài nǎ li? তোমার বাসা কোথায়?

辛苦 xīn kǔ পরিশ্রম 辛苦地工作 xīn kǔde gōng zuò পরিশ্রমের কাজ করা

老 lǎo বুড়ো

老人 lǎo rén বুড়ো লোক

爸爸老了 bà ba lǎo le বাবা বুড়ো হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040