প্রথম সভ্যতা বিনিময় সংলাপ বেইজিংয়ে আয়োজিত
  2019-11-29 13:53:06  cri
নভেম্বর ২৯: গতকাল (বৃহস্পতিবার) বেইজিং রাজপ্রাসাদ জাদুঘরে প্রথম সভ্যতা বিনিময় সংলাপ আয়োজিত হয়। এর প্রতিপাদ্য হলো 'ভিন্ন সভ্যতার বিনিময় ও সুষম সহাবস্থানের সুন্দর বিশ্ব'।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান, চীন আন্তর্জাতিক বিনিময় পরিষদের মহাপরিচালক চি বিং শুয়ান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এশিয়া সভ্যতার সংলাপে উল্লেখ করেন যে, সভ্যতার ভিন্নতায় বিনিময় করা, বিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা শেখা এবং তার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। এ সংলাপের সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের সভ্যতার বিনিময় ও যোগাযোগ সেতু নির্মাণ করা হবে বলে আশা করেন তিনি, যাতে বিশ্বের শান্তি রক্ষা করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের ভিত্তি স্থাপন করা যায়।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগমন্ত্রী সুং থাও বলেন, ব্যবস্থা সভ্যতার শ্রেষ্ঠ ব্যাপার। চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের সুষ্ঠু উন্নয়ন এবং বিভিন্ন দেশের সাথে দেশ প্রশাসনে চীনের অভিজ্ঞতা ও বুদ্ধি বিনিময় করবে বেইজিং।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের শতাধিক প্রতিনিধি সংলাপে উপস্থিত ছিলেন। বিদেশি প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি'র চিন্তাধারার প্রশংসা করেন এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাবকে বিশ্বে চীনা সভ্যতার নতুন অবদান হিসেবে আখ্যায়িত করেন। (সুবর্ণা/টুটুল/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040