তৃতীয় প্রাচীন সভ্যতার দেশের ফোরাম-বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত
  2019-11-29 19:13:37  cri
নভেম্বর ২৯: তৃতীয় প্রাচীন সভ্যতার দেশের ফোরাম-বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এটি 'প্রাচীন সভ্যতার দেশের ফোরামের' এক গুরুত্বপূর্ণ সম্মেলন। চীন, আরমেনিয়া ও মিসরসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারা উত্তরাধিকার রক্ষা করা, সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করা এবং সাংস্কৃতিক নব্যতাপ্রবর্তন জোরদার করাসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চীনের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী লুও শু কাং সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বলেন, ঐতিহ্যবাহী সংস্কৃতির লালন-পালনে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার দরকার।

প্রাচীন সভ্যতার দেশের ফোরাম গ্রিস ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এই ফোরামের উদ্দেশ্য হচ্ছে সংলাপ ও বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্মের পারস্পরিক সমঝোতা ও সহিষ্ণুতা জোরদার করায় ঐতিহাসিক সভ্যতা ও ঐতিহ্য বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করা।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040