চতুর্থ আন্তর্জাতিক রেশমপথ সংক্রান্ত শিল্পপতিদের শীর্ষসম্মেলন তুরস্কে অনুষ্ঠিত
  2019-11-29 19:15:21  cri
নভেম্বর ২৯: চতুর্থ আন্তর্জাতিক রেশমপথ সংক্রান্ত শিল্পপতিদের শীর্ষসম্মেলন গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের ট্রাবজন শহরে অনুষ্ঠিত হয়। ২৩টি দেশ ও অঞ্চলের ৭ শতাধিক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

তুরস্কের অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, চীনের উত্থাপিত 'এক অঞ্চল ,এক পথ' প্রস্তাব ও তুরস্কের 'মধ্যবর্তী করিডোর পরিকল্পনা'-র সংযোগ রেশমপথ বরাবর দেশগুলোর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর জন্য সহায়ক। তিনি বলেন, এবারের শীর্ষসম্মেলন এই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সমুদ্রের মধ্যে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বাড়াতে কল্যাণকর।

তুরস্কে চীনা রাষ্ট্রদূত তেং লি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এ বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের দু'বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব ও 'মধ্যবর্তী করিডোর পরিকল্পনা' সংযুক্ত করায় গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। এ বছরের প্রথম দশ মাসে চীন ও তুরস্কের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040