বাইরের হুমকির কাছে কখনো নতি স্বীকার করে না চীনা জনগণ: সিআরআই'র ভাষ্যকার
  2019-11-29 19:16:02  cri
নভেম্বর ২৯: সম্প্রতি তথাকথিত 'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল--২০১৯' আইন হিসেবে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। এটি গুরুতরভাবে হংকং বিষয় এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। এটি গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন, যে কোনো হুমকিতে হংকং অধিবাসীসহ ১৪০ কোটি চীনা জনগণ ভয় পায় না।

হংকংয়ের সহিংসতা বন্ধ করা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র এই ধরণের আচরণ করেছে। তা 'এক দেশ, দুই ব্যবস্থার' সুষ্ঠু বাস্তবতাকে নষ্ট করেছে। এটি চীনা জাতির মহান পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।

বাস্তবতা থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্র হচ্ছে হংকং বিষয়ে পেছনের সর্বোচ্চ মাস্টারমাইন্ড । এই তথাকথিত 'বিল' নিয়ে যুক্তরাষ্ট্র চীনা জনগণের ওপর হুমকি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, তা নিশ্চয় ব্যর্থ হবে।

আমরা জানি, আর্থ-বাণিজ্য ও আইন বিচারসহ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে হংকংয়ের সহযোগিতামূলক সম্পর্ক ছিল। এই 'বিলের' কারণে এই সম্পর্ক ভেঙে গেছে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040