নিজের বৈশিষ্ট্য ও প্রাধান্য কাজে লাগিয়ে জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা ও দক্ষতার আধুনিকীকরণ এগিয়ে নেওয়া উচিত: সি চিন পিং
  2019-11-30 18:47:45  cri

নভেম্বর ৩০: নিজের বৈশিষ্ট্য, প্রাধান্য ও বিদেশের কল্যাণকর অনুশীলন কাজে লাগিয়ে জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা ও দক্ষতা আধুনিকীকরণ এগিয়ে নেওয়া উচিত বলে উল্লেখ করেছেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং। গতকাল (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো চীনের জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা ও দক্ষতা তৈরি-বিষয়ক এক আলোচনাসভার আয়োজন করে। প্রেসিডেন্ট সি চিন পিং এতে সভাপতিত্ব করেন। তিনি জোর দিয়ে বলেন, জরুরি ব্যবস্থাপনা দেশ প্রশাসন ব্যবস্থা ও দক্ষতা তৈরির গুরুত্বপূর্ণ একটি অংশ এবং গুরুতর নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং নানা দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

চীন বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত গুরুতর দেশগুলোর অন্যতম। জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা ও দক্ষতা নির্মাণ জোরদার করা খুব জরুরি ও দীর্ঘমেয়াদি কাজ। তাই, সমস্যা ও দুর্যোগের আগেই তা প্রতিরোধ করা এবং একটি প্রতিক্রিয়াশীল, শক্তিশালী ও দক্ষ জরুরি উদ্ধারদল গড়ে তোলা উচিত।

(শিশির/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040