আজকের টপিক:চীনে সবচেয়ে কঠোর খাদ্য নিরাপত্তা আইন জারি
  2019-12-02 11:00:52  cri

কেবল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাই খাদ্য নিরাপত্তা নয়। মানুষ যেসব প্রাণ-এর ওপর খাদ্যের জন্য নির্ভর করে, সেসব প্রাণের খাবার নিরাপদ করাও খাদ্য নিরাপত্তার অংশ বলে মন্তব্য করছেন প্রাণ ও প্রতিবেশ গবেষকরা।

গতকাল (রোববার) সংশোধিত 'গণপ্রজাতন্ত্রী চীনের খাদ্য নিরাপত্তা আইনের বাস্তবায়ন নিয়মবিধি' আনুষ্ঠাকনিভাবে চালু হয়েছে। 'নিয়মবিধি'তে উত্পাদনকারী এবং ব্যবসাকারীর খাদ্য নিরাপত্তার দায়িত্বকে জোরদার করা হয়েছে। 'দায়ীত্বশীল মানুষ' পর্যন্ত শাস্তি দেয়ার ব্যবস্থা যোগানো হয়েছে। সর্বোচ্চ হলে খাদ্য সমস্যার দায়ীত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বার্ষিক আয়ের দশ গুণের জরিমানা জারি করতে পারে। এতে পুরোপুরিভাবে খাদ্য এবং ওষুধ ক্ষেত্রের সবচেয়ে কঠোর দাবি প্রতিফলিত হয়েছে। নিয়মবিধিতে 'ব্ল্যাক লিস্ট' ব্যবস্থাও স্থাপিত আছে। খাদ্য নিরাপত্তার ঝুঁকি তত্ত্বাবধান ব্যবস্থাকে সুসংহত করা হবে। এই নিয়মবিধিকে চীনের ইতিহাসের সবচেয়ে কঠোর খাদ্য নিরাপত্তা পরিচালনা আইন হিসেবে বলা হয়।

খাদ্য জনগণের কাছে আকাশের মত বড় ব্যাপার। খাদ্য নিরাপত্তা কাজ জোরদার করা হল গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তা জনগণের শারীরিক স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং খাদ্য নিরাপত্তার ওপরও অনেক গুরুত্ব দেন এবং বার বার খাদ্য নিরাপত্তার কাজের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040