যুক্তরাষ্ট্রের গৃহীত 'হংকং বিল'-এর বিরুদ্ধে হংকংয়ের বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনা ও তীব্র নিন্দা প্রকাশ
  2019-12-02 13:58:46  cri
ডিসেম্বর ২: সম্প্রতি মার্কিন সিনেটে গৃহীত তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতান্ত্রিক বিল'-এর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে হংকংয়ের বিভিন্ন মহল । এ বিলে প্রকাশ্যে হিংসাত্মক তত্পরতা সমর্থন দেওয়া এবং গুরুতরভাবে স্থানীয় শহরবাসীদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন হংকং প্রতিনিধিরা।

হংকংয়ের চায়না আমদানি-রপ্তানি পরিষদের মহাপরিচালক লিন লুং আন মনে করেন, যুক্তরাষ্ট্রের গৃহীত তথাকথিত 'হংকং বিল' আসলে হংকংয়ের আলাদা শুল্ক এলাকার অধিকার নির্মূল করতে চায়, তা হংকংয়ের বিশ্ব বাণিজ্য, আর্থ ও নৌ পরিবহন কেন্দ্রের অবস্থান ধ্বংস করতে চায়। তবে এ আচরণে হংকংয়ে মার্কিন শিল্প-প্রতিষ্ঠানের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। যেন নিজের পাথরে নিজের পায়ে আঘাত হানা।

হংকং চীনা ভাষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ চাও চিয়া মনে করেন, এ বিলে প্রকাশ্যে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ওয়াশিংটন। হংকং বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় হুমকি সৃষ্টির অপচেষ্টা করে যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে শক্তিশালী ও দৃঢ় প্রতিক্রিয়া দেখাবে বেইজিং। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040