চীনের অবাধ বাণিজ্য এলাকায় পরীক্ষামূলক সংস্কারের নির্দেশ চীনা প্রধানমন্ত্রীর
  2019-12-03 10:19:51  cri
ডিসেম্বর ৩: গতকাল (সোমবার) বেইজিংয়ে 'ব্যবসা লাইসেন্স ও অনুমোদনপত্র পৃথককরণ' পরীক্ষামূলক সংস্কার-বিষয়ক টেলিফোনসভা আয়োজিত হয়। সম্প্রতি চীনের অবাধ বাণিজ্য এলাকায় পরীক্ষামূলকভাবে 'ব্যবসা লাইসেন্স ও অনুমোদনপত্র পৃথককরণ' সংস্কারে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

তাতে বলা হয়েছে, এ সংস্কার ব্যবসায়ী পরিবেশ উন্নত আর বাজারের প্রাণশক্তি উত্সাহের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের ব্যবসা পরিবেশ অব্যাহতভাবে উন্নত হয়, বিশ্বের র‍্যাঙ্কিংও দ্রুত উন্নীত হয়েছে। তবে আন্তর্জাতিক উন্নত মানের তুলনায় কিছু দুর্বলতা দেখা দেয়। সংস্কার চালু করে অনুমোদনপত্র পাওয়া বা ব্যবসা লাইসেন্স না পাওয়ার সমস্যা সমাধান করা হবে, যা আরো নতুন শিল্পপ্রতিষ্ঠানের আয়োজন ও উন্নয়নে সহায়ক হবে।

এ পদক্ষেপ সম্পর্কে চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং বলেন, ব্যবসা লাইসেন্স ও অনুমোদনপত্র পৃথককরণ সংস্কার চীনের সরকারি ক্ষমতা রূপান্তর আর প্রশাসনিক মান উন্নীত করার পদ্ধতি। অবাধ বাণিজ্য এলাকায় এমন সংস্কার চালু করার মাধ্যমে সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্টভাবে বিবেচনা করতে সক্ষম এবং সংশ্লিষ্ট শিল্পের আইনবিধি ও মানদণ্ড পূরণ করতে হবে, যাতে গভীর সংস্কারের লক্ষ্যমাত্রাও বাস্তবায়ন করা সম্ভব। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040