সন্ত্রাসদমনে কিছু দেশের 'দ্বৈত নীতির' বিরুদ্ধে চীনা মুখপাত্রের সমালোচনা প্রকাশ
  2019-12-04 10:50:05  cri
ডিসেম্বর ৪: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেছেন, সন্ত্রাসবাদ বিভিন্ন দেশের সম্মুখীন চ্যালেঞ্জ, এ সমস্যায় কোনো 'দ্বৈত নীতি' থাকতে পারে না। তবে কিছু কিছু দেশ এ ব্যাপারে 'দ্বৈত নীতি' অনুসরণ করেছে, তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বেইজিং।

জানা গেছে, সম্প্রতি লন্ডনে সংঘটিত সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশ। তবে হংকংয়ে সহিংসতাকারীদের বিরুদ্ধে হংকং পুলিশের আইন প্রয়োগের সমালোচনা করেছে ব্রিটিশ সরকার, তা স্পষ্টভাবে 'দ্বৈত নীতি'র প্রতীক।

তাছাড়া, চীনা মুখপাত্র আরো বলেন, ব্রিটেনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের বিরুদ্ধে বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছে, তার তুলনায় চীনের সিনচিয়াং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পদক্ষেপ আরো সার্বিক ও কার্যকর। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসী বা চরমপন্থী চিন্তাধারার প্রভাবে জড়িত লোকদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা দেওয়া হয়। চীন এ সফল অভিজ্ঞতা বিভিন্ন দেশের সাথে বিনিময় করতে এবং আন্তর্জাতিক সন্ত্রাসদমন সহযোগিতায় অবদান রাখতে ইচ্ছুক। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040