বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে '২০১৯ ছোংতু আন্তর্জাতিক ফোরামে' অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সাক্ষাত্
  2019-12-04 10:51:15  cri
ডিসেম্বর ৪: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে গণমহাভবনে '২০১৯ ছোংতু আন্তর্জাতিক ফোরামে' অংশগ্রহণকারী বিদেশি অতিথিরা চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে চীনের দেশ প্রশাসন অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতামত প্রকাশ করেন সি। তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরের মধ্যে মহান উন্নয়নের সাফল্য অর্জিত হয়েছে। চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথ চীনা জনগণের আন্তরিক সমর্থন পেয়েছে। এ পথ অনুসরণ করে অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ চালু করে সময় মতো 'দু'টি শত বছরের' লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, চলমান বিশ্বে অতুলনীয় পরিবর্তন ঘটে, চীন ও বিশ্বের সম্পর্কও পরিবর্তন হয়, একটি জনবহুল দেশ হিসেবে নিজে ভালো কাজ করলে মানবজাতির জন্য বড় অবদান রাখা যাবে, সাথে সাথে আন্তর্জাতিক দায়িত্বও বহন করা যাবে।

লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভাকে ফ্রেইবের্গাসহ বিদেশি প্রতিনিধিরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে চীনের উন্নয়নের সাফল্যের প্রশংসা করেন। বিশ্বের শান্তি রক্ষা, টেকসই উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে প্রভাবশালী দেশ হিসেবে চীনের সমৃদ্ধ উন্নয়ন ও চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কামনা করেন তাঁরা। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040