যুক্তরাষ্ট্রের সিনচিয়াং-সংক্রান্ত বিলের বিরোধিতা করেছে চীন, ব্যবস্থা নেবে বেইজিং
  2019-12-05 13:25:54  cri
ডিসেম্বর ৫: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তথাকথিত 'উইগুর মানবাধিকার নীতি বিল- ২০১৯' গৃহীত হওয়ায় এর তীব্র বিরোধিতা করেছে চীন। সেই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন।

মুখপাত্র বলেন, এই বিল পরিকল্পিতভাবে চীনের সিনচিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির ওপর অপবাদ আরোপ করেছে, চীনের চরমপন্থা রোধ ও সন্ত্রাসদমনের চেষ্টার মুখে ঢালাও কালি লেপন করেছে। বিলটি বিদ্বেষপরায়ণভাবে সিনচিয়াং প্রশাসনে চীনের নীতির বিরুদ্ধে আক্রমণ করেছে। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছে; পাশাপাশি বিলটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপও করেছে। চীন এর তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করে।

হুয়া ছুন ইং উল্লেখ করেন, সিনচিয়াং চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাসী তত্পরতার শিকারে পরিণত হয়েছিল। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার আইনানুগভাবে সন্ত্রাস ও সহিংসতা দমন করেছে। স্বায়ত্তশাসিত সরকারের নেওয়া ধারাবাহিক ব্যবস্থার কারণে সিনচিয়াংয়ে গত তিন বছরে একটিও সন্ত্রাসী হামলা ঘটেনি। এটি সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির আড়াই কোটি মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে এবং বিশ্বের সন্ত্রাসদমনে ইতিবাচক অবদান রেখেছে।

মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে জানাতে চাই, সিনচিয়াং ইস্যুটি পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো দেশ এতে হস্তক্ষেপ করতে পারে না। আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল আচরণ বন্ধ করা, বিলটিকে আইনে পরিণত না করা এবং সিনচিয়াং ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার আহ্বান জানাই। চীন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040