চীনের শক্তি বৃদ্ধি শান্তির পক্ষে: চীনা মুখপাত্র
  2019-12-05 18:42:38  cri

ডিসেম্বর ৫: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের প্রভাব বাড়ছে; তবে, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল রয়েছে, চীনের শক্তি শান্তি ও ন্যায়সঙ্গত সমতার শক্তির পক্ষে।

 

মার্কিন কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলোর কাছে চীনকে 'হুমকি' হিসেবে তুলে ধরে চাপ দিলেও, বুধবার ন্যাটোর শীর্ষসম্মেলনে প্রকাশিত 'লন্ডন ঘোষণায়' চীনকে 'হুমকি' হিসেবে উল্লেখ করা হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ন্যাটো কর্মকর্তা জানান, বেশিরভাগ ইউরোপীয় মানুষ মনে করেন, চীনকে শত্রু মনে করা নিজ স্বার্থের জন্য সঙ্গতিপূর্ণ নয়।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, দেশ বড় বা ছোট হওয়ার সঙ্গে হুমকির সম্পর্ক নেই। চীন একটি বড় দেশ এবং তার প্রভাব বাড়ছে; তবে, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল রয়েছে। ন্যাটোর অনেক প্রতিনিধি চীনের সঙ্গে শত্রুতা চায় না। বস্তুত, বর্তমান বিশ্বের বড় হুমকি ও চ্যালেঞ্জ হলো একতরফাবাদ ও আধিপত্যবাদ; এতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040