চীনা টেলিকম প্রতিষ্ঠান 'নিরাপত্তা ফাঁদ'‑ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মন্তব্য হাস্যকর: চীনা মুখপাত্র
  2019-12-05 18:43:52  cri
ডিসেম্বর ৫: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনা টেলিকম প্রতিষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত 'নিরাপত্তা ফাঁদ' মন্তব্য হাস্যকর। সংশ্লিষ্ট দেশ নিজ স্বার্থ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করে বেইজিং।

গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, চীনের হুয়াওয়ে ও চোংশিংসহ বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানির অংশগ্রহণে একটি দেশের ৫জি নেটওয়ার্ক ব্যবস্থা ব্যক্তিগত তথ্য, মানবাধিকার ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও অংশীদারি রাষ্ট্রসহ বিভিন্ন পক্ষকে নিজস্ব ৫জি নির্মাণে চীনা কোম্পানিকে এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ সম্পর্কে মুখপাত্র হুয়া বলেন, যুক্তরাষ্ট্র সবসময় নিরাপত্তার কথা উল্লেখ করে। কিন্তু, নিরাপত্তার মানদণ্ড কি? কিসের ভিত্তিতে বিবেচনা বা সিদ্ধান্ত নিতে হয়? মার্কিন পক্ষের তথাকথিত ফাঁদ দেখতে স্বাভাবিক, বস্তুত হাস্যকর। যুক্তরাষ্ট্রের এ যুক্তি মেনে চললে মার্কিন নাগরিকদের চীনে তৈরি পোশাক ও জুতোও পরা উচিত না, কারণ তাও হতে পারে নিরাপত্তার জন্য হুমকি!

সংশ্লিষ্ট দেশগুলো নিজ স্বার্থ স্বাধীনভাবে বিবেচনা করবে এবং যথেষ্ট যৌক্তিকভাবে বিবেচনা করে তথাকথিত মার্কিন নিরাপত্তা ফাঁদে পড়বে না বলে বিশ্বাস করে বেইজিং।(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040