সিউলে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিবের বৈঠক
  2019-12-06 14:09:35  cri

ডিসেম্বর ৬: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) চীনা রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোআও এশিয়া ফোরামের সভাপতি বান কি-মুনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, বর্তমানে একটি বড় দেশ আন্তর্জাতিক নিয়ম মেনে চলছে না, নিজের দায়িত্ব পালন করছে না, ও একতরফাবাদ অনুসরণ করে চলেছে। এতে বিশ্বে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে সব দেশের উচিত একসঙ্গে বিশ্বের বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য-ব্যবস্থাকে রক্ষা করা এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা মেনে চলা।

বহুপক্ষবাদ রক্ষা ও চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখায় বান কি-মুনের ভূয়সী প্রশংসা করে ওয়াং ই বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরস্পরের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

এসময় বান কি-মুন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র এবারের সফর চীন-কোরিয়া সম্পর্ককে আরও উন্নত করবে। ভবিষ্যতে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। (তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040