বিগত ২০ বছরে ম্যাকাওয়ের সঙ্গে বিদেশের বিনিময় অনেক বেড়েছে
  2019-12-06 14:17:34  cri
চলতি বছর ম্যাকাওয়ের চীনের মূল ভূখণ্ডের অধীনে ফিরে আসার ২০তম বার্ষিকী। ২০ বছর আগে ঠিক এ দিনেই ম্যাকাওয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কমিশনারের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। বিগত ২০ বছর ধরে এই কার্যালয় বিশেষ প্রশাসনিক অঞ্চলের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে। এরই মধ্যে ম্যাকাওয়ে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির সফল বাস্তবায়ন দেখেছে পৃথিবী। এই নীতি ম্যাকাওয়ে নতুন পরিস্থিতি সৃষ্টি করে। গতকাল (বৃহস্পতিবার) এই কার্যালয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান হ্য হৌ হুয়া, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান ছুই শি আন, চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্য ইয়ু ছেং, এবং কার্যালয়ের কমিশনার শেন ফেই লিসহ সংশ্লিষ্ট অতিথিরা এতে উপস্থিত ছিলেন।

২০ বছর আগে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এটি দেশকে ঐক্যবদ্ধ করার পথে চীনা জাতির দৃপ্ত যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তখন থেকে ম্যাকাওয়ের অধিবাসীরা সত্যিকারভাবে নিজেরা নিজেদের শাসন করার অধিকার লাভ করে। পাশাপাশি, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কাজে লাগিয়ে ম্যাকাও উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করে।

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান ছুই শি আন বিশেষ সভায় বলেন, মাতৃভূমিতে ফিরে আসার পর ম্যাকাও যে-অগ্রগতি অর্জন করেছে, তা 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি বাস্তবায়নের সুফল। এই নীতি 'সংবিধান' ও 'ম্যাকাও মৌলিক আইনের' সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, বিগত ২০ বছরে বৈদেশিক বিনিময় খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে ম্যাকাও। এ সম্পর্কে তিনি বলেন,

"কেন্দ্রীয় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কমিশনার কার্যালয়ের ব্যাপক সহায়তায়, আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক কনভেশনে ম্যকাও'র অংশগ্রহণ আগের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে। সেই সঙ্গে অনেক দেশের মানুষকে ভিসা-ফ্রি সুবিধা দেওয়ায় ম্যাকাওয়ে পর্যটকদের সংখ্যা আগের চেয়েও ব্যাপকভাবে বেড়েছে। 'চীনের ম্যাকাও' এরই মধ্যে অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বেসামরিক বিমান চলাচল, আইনসহ বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে।"

বিগত ২০ বছরে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে লক্ষ্যণীয় উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। অধিবাসীদের সুখী জীবনের সূচক ও আন্তর্জাতিকীকরণের মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। এই প্রক্রিয়ায় বৈদেশিক বিনিময় ক্রমশ বেড়েছে। পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে ম্যাকাওয়ে আসা পর্যটকের সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ।

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে সেখানে প্রতিষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার কার্যালয়। কার্যালয়ের কমিশনার শেন ফেই লি বলেন,

"আন্তর্জাতিক সংস্থায় ম্যাকাও'র অংশগ্রহণ ৫২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০টিতে। ম্যাকাও'র বৈদেশিক বিনিময়ের ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। মাতৃভূমিতে ফিরে আসার পর, ম্যাকাওবাসীদের জীবনমানও উন্নত হয়েছে।"

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্য ইয়ু ছেং সভায় বলেন, 'এক দেশ, দুই ব্যবস্থার' ভিত্তিতে সংবিধান ও মৌলিক আইনের প্রয়োগ নিশ্চিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে হবে এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সমৃদ্ধি ও স্থায়ী নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040