যুক্তরাষ্ট্রের সিনচিয়াং সম্পর্কিত বিলের নিন্দা জানালেন সিনচিয়াং জনগণ
  2019-12-07 14:43:27  cri
ডিসেম্বর ৭: মার্কিন প্রতিনিধি পরিষদে 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯' গৃহীত হওয়ায় চীনের সিনচিয়াং –এর বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের জনগণ এই বিলের তীব্র নিন্দা ও বিরোধিতা করেছেন। সিনচিয়াংকে বিশৃঙ্খল করার যে কোনো অপচেষ্টা নিশ্চয় ব্যর্থ হবে।

সিনচিয়াং-এর সমাজ ও বিজ্ঞান একাডেমির মধ্য-এশিয়া গবেষণাগারের গবেষক কু লি ইয়ান বলেন, তথাকথিত 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯' বাস্তবতাকে উপেক্ষা করে সাদাকে কালো হিসেবে চালিয়ে দেয়, সিনচিয়াং-এর মানবাধিকার অবস্থাকে বিকৃত করে এবং ভিত্তিহীন অভিযোগ করে, তা একদম আধিপত্যবাদ।

তিনি বলেন, সন্ত্রাসদমন এবং মানবাধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় চীনের বিরুদ্ধে 'দ্বৈত নীতি' প্রয়োগ করে। যুক্তরাষ্ট্রের নিজের মানবাধিকার সমস্যাও খুব জটিল, তার চীনের মানবাধিকারের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার আছে কি? সিনচিয়াং-এর উন্নয়ন সর্বজনবিদিত। যুক্তরাষ্ট্রের উচিত সিনচিয়াং ইস্যু নিয়ে চীনকে প্রতিরোধ করার অপপ্রয়াস বন্ধ করা। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040