সমৃদ্ধি ও স্থিতিশীলতা দিয়ে সন্ত্রাসবাদকে পরাজিত করবে সিনচিয়াং: সিআরআই সম্পাদকীয়
  2019-12-07 14:44:13  cri
ডিসেম্বর ৭: মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি 'উইগুর মানবাধিকার নীতি বিল-২০১৯' গৃহীত হয়েছে। এই বিল পরিকল্পিতভাবে চীনের সিনচিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতির ওপর অপবাদ আরোপ করেছে, চীনের চরমপন্থা রোধ ও সন্ত্রাসদমনের চেষ্টার মুখে ঢালাও কালি লেপন করেছে। বিলটি বিদ্বেষপরায়ণভাবে সিনচিয়াং প্রশাসনে চীনের নীতির বিরুদ্ধে আক্রমণ করেছে। তবে বর্তমানে সিনচিয়াং-এর অভূতপূর্ব নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়ন হল যুক্তরাষ্ট্রের মিথ্যাচারকে উন্মোচন করার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। যুক্তরাষ্ট্রের কিছু কূটনীতিকের 'সিনচিয়াং' ইস্যু নিয়ে চীনকে প্রতিরোধের অপচেষ্টা নিশ্চয় ব্যর্থ হবে।

সিনচিয়াংয়ে এক সময় চরমপন্থি ধারণা ছড়িয়ে পড়ে, প্রায়ই সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম ঘটে। যা সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের জীবন ও উন্নয়নের অধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকারকে পদদলন করে। এতে উইগুর জাতিসহ বিভিন্ন জাতির অনেক মানুষ প্রাণ হারায়। নিরাপত্তা ও স্থিতিশীলতা ছাড়া জীবন ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা যায় না। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসবাদ ও চরমপন্থাবাদকে অভিন্ন শত্রু হিসেবে দেখে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্ত্রাস দমনের ভিত্তিতে চীন সিনচিয়াং-এ ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। কার্যকর পরিচালনার পর সিনচিয়াংয়ে গত তিন বছরে একটিও সন্ত্রাসী হামলা ঘটেনি। সিনচিয়াং ইস্যুটি পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো দেশ এতে হস্তক্ষেপ করতে পারে না। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সিনচিয়াং স্থানীয় আড়াই কোটি জনগণের জন্য আরো বড় কল্যাণ এনে দেবে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040