শ্রীলংকা কলম্বো বন্দর শহর প্রকল্পকে ত্বরান্বিত করবে: শ্রীলংকার প্রধানমন্ত্রী
  2019-12-08 14:42:58  cri
ডিসেম্বর ৮: গতকাল (শনিবার) চীন ও শ্রীলংকার সহযোগিতায় নির্মিত কলম্বো বন্দর শহর শ্রীলংকার স্থায়ী জমিতে পরিণত হওয়ায় সে দেশে একটি উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে এবং শ্রীলংকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেং সুয়েই ইউয়ান উপস্থিত ছিলেন।

কলম্বো বন্দর শহর নির্মাণ প্রকল্প ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়। এবার শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রকল্পটি পরিদর্শন করেছেন এবং প্রকল্পের ভবিষ্যত্ উন্নয়নের পরিকল্পনা জেনে নিয়েছেন।

কলম্বো বন্দর শহর হল শ্রীলংকা এবং চীনের 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্পের অন্যতম। প্রকল্প নির্মিত হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ, পর্যটন, লজিস্টিক এবং আইটিসহ বহুমুখী শহর হবে।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040