১৮৭ দুর্নীতিবাজের তালিকা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন
  2019-12-08 18:33:49  cri
মানি লন্ডারিং মামলায় দুর্নীতি দমন কমিশন-দুদক শতভাগ সফল বলে দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, বিদেশে অবৈধ অর্থপাচার রোধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। মানি লন্ডারিংয়ের জন্য এ পর্যন্ত ৩৪টি মামলার চার্জশিট হয়েছে। চলমান শুদ্ধি অভিযানে দুদক ১৮৭ জন দুর্নীতিবাজের তালিকা করেছে বলে জানান তিনি। এদের মধ্যে অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, আইনি লড়াই ছাড়া কেউ পার পাবে না।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040