হংকং ইস্যু নিয়ে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদকের বিবৃতি প্রকাশ
  2019-12-09 18:22:59  cri
ডিসেম্বর ৯: বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদ-লেনিনবাদ) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ৪ ডিসেম্বর হংকং ইস্যু নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন। তিনি মনে করেন, হংকংয়ের বিষয় চীনের অভ্যন্তরীণ বিষয়। যে-কোনো বিদেশি সরকার, সংস্থা বা ব্যক্তির কোনো অজুহাতে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।

তিনি এক বিবৃতিতে জানান, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে, হংকংয়ের বিরোধী দল এবং দাঙ্গাকারীরা তথাকথিত স্বাধীনতা ও গণতন্ত্রের ব্যানারে বাহ্যিক শক্তির পক্ষের এক দাবার ঘুঁটি হিসাবে অভিনয় করে। তারা হংকংয়ে চরম সহিংসতা চালায় এবং আইনের শাসন ও সামাজিক শৃঙ্খলা মারাত্মকভাবে পদদলিত করে। তারা হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। তা "এক দেশ, দুই ব্যবস্থা"-এর একটি গুরুতর চ্যালেঞ্জ। হংকং বিষয়ে মার্কিন সরকারের 'দ্বৈত নীতি'র মাধ্যমে তার স্বতন্ত্র উদ্দেশ্যগুলো প্রকাশ পেয়েছে।

দিলীপ বড়ুয়া বলেন, হংকংয়ের পরিস্থিতি যেভাবেই বিকশিত হোক না কেন, তা বিবেচনা না করেই তিনি চীন সরকারের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থের অটল প্রতিরক্ষাকে সমর্থন করেন এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বাহ্যিক শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেন। (জিনিয়া/টুটুল/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040