বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বহুপক্ষবাদ-বিরোধী আচরণ অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
  2019-12-10 10:29:21  cri
ডিসেম্বর ১০: বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বহুপক্ষবাদ-বিরোধী সাম্প্রতিক আচরণ অগ্রহণযোগ্য। অনেক সদস্যরাষ্ট্র এ আচরণের নিন্দা করেছে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিতর্ক নিরসন ব্যবস্থার আপিল বিভাগে বিচারক নিয়োগ-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে চলেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ১০ ডিসেম্বরের পর এ বিভাগে মাত্র একজন বিচারক থাকছেন। এতে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ মিটানোর প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটা বহুপক্ষবাদের ওপর একটি বড় আঘাত।

মুখপাত্র বলেন, বিতর্ক নিরসন বিশ্ব বাণিজ্য সংস্থার তিনটি মূল ভুমিকার অন্যতম। মার্কিন বাধার কারণে সংস্থা এ গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে পালন করতে পারছে না। এটা গ্রহণযোগ্য নয়। সম্প্রতি জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিভিন্ন পক্ষ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং বহুপক্ষবাদকে সংকট থেকে উদ্ধার করতে আহবান জানিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে বহুপক্ষবাদ রক্ষা ও বিশ্বা বাণিজ্য সংস্থার বিবাদ নিরসন ব্যবস্থার আপিল বিভাগের কার্যকারিতা পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ইতোমধ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থার ১১৫টি সদস্যদেশের সঙ্গে যৌথভাবে এ ব্যাপারে প্রস্তাব পেশ করেছে চীন। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040