একতা ও স্থিতিশীলতা হবে সিনচিয়াংয়ের সমৃদ্ধ উন্নয়নের ভিত্তি: সিসিটিভি সম্পাদকীয়
  2019-12-10 10:34:40  cri
ডিসেম্বর ১০: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন চ্যানেলে সিনচিয়াংয়ের ওপর দুটি ইংরেজি তথ্যচিত্র প্রচারিত হয়। এ দুটি তথ্যচিত্র পাশ্চাত্য গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। তথ্যচিত্রগুলোতে সিনচিয়াংয়ে সন্ত্রাসীদের অতীত কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ থেকে স্পষ্ট হয়েছে যে, সঠিক প্রশাসনে কল্যাণ ও দাঙ্গাহাঙ্গামায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এ থেকে আরও স্পষ্ট হয়েছে যে, একতা ও স্থিতিশীলতা হচ্ছে সিনচিয়াংয়ের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি।

সাম্প্রতিক বছরগুলোতে স্থিতিশীলতা সংরক্ষণ ও উন্নয়ন বাস্তবায়নের ফলে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষ শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারছেন। সিনচিয়াংয়ে সাম্প্রতিক কালে ইতিহাসের সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। অথচ কিছু কিছু পাশ্চাত্য গণমাধ্যম ও রাজনীতিবিদ এখনও সিনচিয়াং প্রশ্নে দ্বৈতনীতি অনুসরণ করে চলেছেন। এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে তথাকথিত 'সিনচিয়াং মানবাধিকারনীতি বিল ২০১৯' গৃহীত হয়েছে। বিলে মিথ্যাচার করা হয়েছে এবং চীনের সন্ত্রাসদমন অভিযান নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা সিনচিয়াং তথা চীনের উন্নয়নের পথে বাধাস্বরূপ।

কিন্তু এ কথা মনে রাখতে হবে যে, কোনো দেশ বা শক্তি সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের সুন্দর ভবিষ্যৎও সমৃদ্ধ স্বদেশ নির্মাণের চলমান প্রক্রিয়াকে বন্ধ করতে পারবে না। একশ্রেণির মার্কিন রাজনীতিবিদের অপতত্পরতা অবশ্যই ব্যর্থ হবে।(সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040