চীনে নতুন তেল ও গ্যাস পাইপিং কর্পোরেশান প্রতিষ্ঠিত
  2019-12-10 14:22:16  cri

ডিসেম্বর ১০: চীনে একটি নতুন তেল ও গ্যাস পাইপিং সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সংস্থার নাম 'চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপিং নেটওয়ার্ক কর্পোরেশান'। গতকাল (সোমবার) সংস্থাটির প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেচ্ছাবাণী পাঠান চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রী লি বলেন, গ্যাস ও তেল শিল্পে সংস্কার গভীরতর করা এবং তেল ও গ্যাসের সরবরাহ-ব্যবস্থা আরও কার্যকর ও স্থিতিশীল করা নতুন কর্পোরেশান প্রতিষ্ঠার মূল লক্ষ্য।

প্রেসিডেন্ট সিন চি পিংয়ের 'নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা' অনুসরণ করে, সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের নীতি ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, সংস্কার ও নবায়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, ন্যায়সংগত ও প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার নিশ্চিতকরণ, গ্যাস ও তেল শিল্পের উন্নয়ন, ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী লি শুভেচ্ছাবাণীতে প্রয়োজনীয় দিক্-নির্দেশনাও দেন।

উপ-প্রধানমন্ত্রী হান চেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040