অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা উচিত নয়: জাপানি রাজনীতিবিদ
  2019-12-10 14:23:10  cri

ডিসেম্বর ১০: জাপানি রাজনীতিবিদ তাকাকাগে ফুজিতা বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা উচিত নয়। তিনি গতকাল (সোমবার) সিআরআইকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

ফুজিতা বলেন, হংকংয়ের মাধ্যমে চীনে নাশকতামূলক কার্যক্রম চালাতে চায় যুক্তরাষ্ট্র। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর থেকেই উন্নয়নশীল দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানান অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এখন মানবাধিকারের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এক্ষেত্রে গুপ্তহত্যা, গুপ্তচরবৃত্তির মতো জঘন্য কাজ করতেও পিছপা হয়নি বা হচ্ছে না দেশটি। বস্তুত, অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করার যোগ্যতাও হারিয়েছে যুক্তরাষ্ট্র। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040