মার্কিন কংগ্রেসম্যানরা কি দাঙ্গাবাজদের মুখপাত্র হতে চান?: সিআরআই সম্পাদকীয়
  2019-12-10 14:24:09  cri

ডিসেম্বর ১০: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন দুটি ইংরেজি তথ্যচিত্রের মাধ্যমে সিনচিয়াংয়ে সন্ত্রাসবাদ ও ধর্মীয় চরমপন্থার আসল চিত্র এবং স্থানীয় সরকারের সন্ত্রাসদমন কার্যক্রমের সঠিক চিত্র তুলে ধরে। কিন্তু সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরা হলেও, একশ্রেণির পশ্চিমা গণমাধ্যম ও রাজনীতিবিদ সেদিকে ভ্রুক্ষেপ করতে নারাজ। বিশেষ করে মার্কিন কংগ্রেসের একশ্রেণির সদস্য এমন আচরণ করছেন যা অগ্রহণযোগ্য। তাদের আচরণ দেখে যে-কারো মনে প্রশ্ন জাগতে পারে: তবে কি মার্কিন কংগ্রেসম্যানরা দাঙ্গাবাজদের মুখপাত্র হতে চান?

বস্তুত, একশ্রেণির মার্কিন কংগ্রেসম্যানের আচরণ সকল নীতি-নৈতিকতার বিরুদ্ধে গেছে। সম্প্রতি তারা কংগ্রেসে অন্যায়ভাবে সিনচিয়াংবিষয়ক বিলও পাস করেছেন, যা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এসব কংগ্রেসম্যান কখনও সিনচিয়াং যাননি। অথচ তারা নির্লজ্জের মতো মিথ্যা উদ্ভাবন করেছেন। তাদের দৃষ্টিতে শুধু যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডই প্রতিরোধযোগ্য, অন্য দেশে নয়! এটা স্পষ্টতই দ্বৈতনীতি, যা গ্রহণযোগ্য নয়।

মার্কিন রাজনীতিবিদদের উচিত এ কথা মনে রাখা যে, উপরে থুথু নিক্ষেপ করলে, তা নিজের গায়ে এসেই পড়ে। নিজের ভুল থেকে শিক্ষা না-নিলে তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040