যদি মাতৃভূমির ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তবে ম্যাকাওয়ের ভবিষ্যৎও উজ্জ্বল হবে: হ্য হউ হুয়াং
  2019-12-10 15:47:25  cri
চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সাবেক ভাইস চেয়ারম্যান হ্য হউ হুয়াং সম্প্রতি ম্যাকাওয়ে সাংবাদিকদের বলেন, মাতৃভূমিতে ফিরে আসার পর বিগত ২০ বছরে ম্যাকাও অনেক উন্নত হয়েছে; ম্যাকাওয়ের উন্নয়ন মাতৃভূমির উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ম্যাকাওয়ের উচিত দেশের উন্নয়ন এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির সুযোগ পুরোপুরি কাজে লাগানো।

১৯৯৯ নিরানব্বই সালে হ্য হউ হুয়াং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রধান নির্বাহী হন। মাতৃভূমিতে ফিরে আসার আগে, একটানা অনেক বছর ম্যাকাওয়ের অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তখন ম্যাকাওয়ে বেকারত্বের হার ছিল উচ্চ এবং গণ-নিরাপত্তা অবস্থাও ভাল ছিল না । হ্য হও হুয়াং সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়ে তিনি দুটি লক্ষ্য ঠিক করেন: প্রথমত, সম্পূর্ণভাবে ম্যাকাওয়ের মৌলিক আইন মেনে চলতে হবে এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির সফল বাস্তবায়ন করতে হবে; দ্বিতীয়ত, একটি নিরাপদ ও সুখী ম্যাকাও গড়ে তুলতে হবে।

তিনি মনে করেন, কেন্ত্রীয় সরকারের সমর্থন ও ম্যাকাওয়ের বিভিন্ন মহলের মিলিত প্রচেষ্টায় এই বিশেষ অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, "বিগত ২০ বছরে আমাদের অর্থনীতি উন্নত হয়েছে এবং মূল ভূখণ্ডের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা ক্রমশ বেড়েছে। বস্তুত, কেন্দ্রীয় সরকার ও তার সংশ্লিষ্ট নীতির সমর্থন এবং ম্যাকাওয়ের কয়েক লাখ মানুষের প্রচেষ্টা ছাড়া, এটি সম্ভব ছিল না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ম্যাকাওয়ে বিগত ২০ বছরের উন্নয়ন মাতৃভূমির উন্নয়নের সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বিত ও সংযুক্ত ছিল।"

তিনি বলেন, ম্যাকাওয়ের বাসিন্দারা ম্যাকাওয়ের ভাগ্যকে মাতৃভূমির ভাগ্যের সঙ্গে সমন্বিত ও সংযুক্ত করেছে সাফল্যের সঙ্গে। এজন্য এখন ম্যাকাও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকা নির্মাণে ইতিবাচকভাবে অংশ নিতে পারছে এবং দেশের উন্নয়নের ধারা অনুসরণ করে নিজের উন্নয়নের সুযোগ খুঁজে নিচ্ছে। তিনি বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকা নির্মাণ ম্যাকাওয়ের জন্য একটি খবুই গুরুত্বপূর্ণ উন্নয়নের সুযোগই শুধু নয়, এতে আয়তনের দিক দিয়ে ক্ষুদ্র ম্যাকাওয়ের সম্পদের অভাবের সমস্যারও সমাধান হবে।

তিনি বলেন, "আমাদের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে, 'এক দেশ, দুই ব্যাবস্থা'র আওতায় ম্যাকাও হচ্ছে একটি মুক্ত বন্দর। আমাদের অর্থনীতি খুবই গতিশীল। উপযুক্ত নব্যতাপ্রবর্তনের পর, কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার সঙ্গে ম্যাকাওয়ের আরো সুষ্ঠ সমন্বয় সাধিত হবে বলে আশা করা যায়। এটা হবে ভবিষ্যতে ম্যাকাও সরকার ও সমাজের বিভিন্ন মহলের জনগণের সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য।

তিনি বলেন, "ইতিহাসের এ নতুন সূচনাবিন্দুতে দাঁড়িয়ে, আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ম্যাকাওয়ের ভবিষ্যৎ অবশ্যই অনেক অনেক বেশি উজ্জ্বল। অবশ্যই আমরা বিশ্বাস করি যে, আমাদের মাতৃভূমি নিশ্চিতভাবেই অনেক অনেক উন্নত হবে। যদি মাতৃভূমির ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তবে ম্যাকাওয়ের ভবিষ্যৎও অবশ্যই উজ্জ্বল হবে। তবে আমাদেরকে এ সুযোগ ধরতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে শুধু ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে নয়, ম্যাকাওয়ের প্রতিটি মানুষকে উদ্যোগী হতে হবে। ম্যাকাওবাসীরা অবশ্যই এ সুযোগ সুষ্ঠুভাবে কাজে লাগাবে এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি ম্যাকাওয়ের ভবিষ্যৎ গঠনে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040