'কাওফেন-৭' উপগ্রহের প্রথম দলের চিত্রগুলো প্রকাশিত
  2019-12-10 16:44:52  cri

ডিসেম্বর ১০: আজ (মঙ্গলবার) চীনের জাতীয় মহাকাশ প্রশাসন 'কাওফেন-৭' উপগ্রহের প্রথম দলের ২২টি ইয়ামি-শ্রেণীর স্টেরিও ইমেজিং পণ্য প্রকাশ করে। এসব ইমেজিং পণ্যে সার্বিকভাবে ভৌগলিক অবস্থা এবং প্রধান গ্রাহকদের চাহিদাসহ বিভিন্ন উপাদান বিবেচনায় রেখে 'কাওফেন-৭' উপগ্রহের স্টেরিও ম্যাপিংয়ের বৈশিষ্ট্য ফুটে ওঠে।

জানা গেছে, 'কাওফেন-৭' উপগ্রহটি ৩ নভেম্বর চীনের থাইইউয়েন উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে নিক্ষেপ করা হয় এবং ৫ নভেম্বর সংশ্লিষ্ট ইমেজ পাওয়া যায়। বিগত এক মাস সময়ের মধ্যে উপগ্রহের বিভিন্ন বড় ব্যবস্থা ঘনিষ্ঠভাবে সমন্বয় ঘটে এবং কক্ষপথে উপগ্রহের পরীক্ষার কাজও সুষ্ঠুভাবে চলছে। আপাতত উচ্চ গুণগতমানসম্পন্ন ব্যাপক স্যাটেলাইট চিত্রও পাওয়া যায়।

উল্লেখ্য, 'কাওফেন-৭' উপগ্রহ হলো চীনের প্রথম বেসামরিক সাব-মিটার অপটিক্যাল স্টেরিও ম্যাপিং উপগ্রহ।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040