রোববারের আলাপন-191215
  2019-12-27 10:05:12  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

আকাশ:টুটুল ভাই, গতমাসের শেষ দিকে, অর্থাত্ ২৯ তারিখে, বেইজিংয়ে এ বছরের প্রথম তুষারপাত পড়েছে। তোমার মনে আছে?

টুটুল:...

আকাশ: আমি তখন খুশি হই, ঘুমানোর আগে জানালার কাছে গিয়ে তুষারপাত দেখি। তুমি কি কি করেছো তখন?

টুটুল:..

আকাশ: ভাই, তুমি বেশ অনেক বছর ধরে চীনে আছো। প্রথম তুষারপাত দেখার সময় কেমন লেগেছে তোমার? তুষারপাত সম্পর্কে কিছু মজার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারো?

টুটুল:

আকাশ:বন্ধুরা, তুষারপাত পড়ার সময় আসলে বিশ্ব সাদা হয়ে যায়, অনেক শান্ত এবং পরীর দেশের মতো। সুযোগ থাকলে শীতকালে আপনারা উত্তর চীনে আসবেন, কেমন? একসাথে আমরা তুষারপাতের জগত্ উপভোগ করবো।

সংগীত

টুটুল: বন্ধুরা, আপনারা জানেন যে, শীতকালীন অনেক খেলাধুলা রয়েছে। আজ আমরা এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবো, কেমন?

'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ'র সমাপনী অনুষ্ঠান স্থানীয় সময় ৩ ডিসেম্বর ফিনল্যান্ডে আয়োজিত হয়। ২ ডিসেম্বর সন্ধ্যায়, চীনের স্পোর্টসবিষয়ক সাধারণ প্রশাসন ও ফিনল্যান্ডের বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফিনল্যান্ডে একসাথে 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ'র সুফলাফল বিষয়ক সাংবাদিক সম্মেলন আয়োজন করে। চীনের স্পোর্টসবিষয়ক সাধারণ প্রশাসনের উপ-প্রধান কাও চি তান ও ফিনল্যান্ডের বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হান্না কোসোনেন একসাথে অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

কাও চি তান বক্তব্যে বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফিনল্যান্ড সফরের সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি ভাইনামো নিনিস্তোর সাথে মতৈক্যে পৌঁছান। ২০১৯ সাল 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ' হিসেবে নির্দিষ্ট করা হয়। দু'দেশের নেতৃবৃন্দ একসাথে চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলার সহযোগিতা শুরু করেন এবং এগিয়ে নেন। তা হচ্ছে দু'দেশের শীতকালীন খেলাধুলা বর্ষের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ। এর পাশাপাশি এটি হচ্ছে চীনের প্রথমবার খেলাধুলাকে প্রতিপাদ্য হিসেবে আয়োজিত জাতীয় বছর।

কাও চি তান আরো জানান, শীতকালীন খেলাধুলা জাতীয় বছরের প্রতিপাদ্য হিসেবে নির্দিষ্ট করা হয়। এতে দু'দেশের খেলাধুলার সহযোগিতা, বিশেষ করে শীতকালীন খেলাধুলার সহযোগিতার উপর দু'দেশের নেতৃবৃন্দের গুরুত্ব ও প্রত্যাশা প্রতিফলিত হয়। 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ' আয়োজনের মাধ্যমে এক বছরে দু'পক্ষ একসাথে ৬২টি কার্যক্রম আয়োজন করে, তাতে অন্তর্ভুক্ত শীতকালীন অলিম্পিক সহযোগিতা, জনগণের খেলাধুলা, খেলাধুলা শিল্প, খেলাধুলা সংস্কৃতি, খেলাধুলা বিজ্ঞান ও গবেষণা, খেলাধুলা শিক্ষাসহ বিভিন্ন খাত। চীন ও ফিনল্যান্ড পরস্পরের স্বার্থ বিবেচনা করে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতায় সুফলাফল অর্জন করেছে এবং উভয়ের কল্যাণ বাস্তবায়ন করেছে।

কাও চি তান জানান, 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ'র সমাপনী আসলে সত্যিকারের সমাপনী নয়, তার মানে এটি মাইলস্টোন এবং নতুন সূচনা। অব্যাহতভাবে দু'দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা এবং 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ'র স্পিরিট আরো বহন করার জন্য দু'দেশ '২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস' খাতে খেলাধুলার সহযোগিতা ও বিনিময় আরো জোরদার করবে। ৫ দিক থেকে দু'পক্ষ সহযোগিতা করবে বলে তিনি জানান। কাও চি তান বলেন,

আকাশ: প্রথমত, সহযোগিতার পদ্ধতি আরো উন্নত করা; দ্বিতীয়ত, সহযোগিতার চুক্তি স্বাক্ষর করা; তৃতীয়ত, সহযোগিতার বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ নিশ্চিত করা; চতুর্থত, কিছু কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম আয়োজন করা; পঞ্চমত, একসাথে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ করা।

কাও চি তান বলেন, তিনি আশা করেন দু'পক্ষের খেলাধুলার নতুন সহযোগিতার অগ্রগতি দু'দেশের নতুন সহযোগী অংশীদারি সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন,

আকাশ: আমরা আশা করি, দু'দেশের খেলাধুলার খাত একসাথে হাতে হাত ধরে প্রচেষ্টা চালানোর মাধ্যমে, দু'দেশের খেলাধুলার উন্নয়ন একসাথে উন্নত হবে, খেলাধুলা শিল্প সহযোগিতায় নতুন অগ্রগতি পাবে, খেলাধুলা দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা, বন্ধুত্ব, দু'দেশের নতুন সহযোগী অংশীদারি সম্পর্কের উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

ফিনল্যান্ডের বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হান্না কোসোনেন জানান, 'চীন-ফিনল্যান্ড শীতকালীন খেলাধুলা বর্ষ'র মাধ্যমে শীতকালীন খেলাধুলার খাতে ফিনল্যান্ড পেশাগত জ্ঞান, সংস্কৃতি ও রীতিনীতি চীনা জনগণের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছে। বিভিন্ন পর্যায়ের সহযোগিতাকে দু'পক্ষ গুরুত্ব দেয়। দু'দেশ ভবিষ্যতে অব্যাহতভাবে শীতকালীন খেলাধুলা বিষয়ক সার্বিক সহযোগিতা জোরদার করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040