প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করলো মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ
  2019-12-19 10:46:09  cri

ডিসেম্বর ১৯: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করেছে মার্কিন কংগ্রসের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন তৃতীয় প্রেসিডেন্ট যাকে কংগ্রেসের নিম্নকক্ষ ইমপিচ করলো। আগের দু'জন হলেন এন্ড্রু জনসন (১৮৬৮) ও বিল ক্লিন্টন (১৯৯৮)। তবে দু'জনই কংগ্রসের উচ্চকক্ষের ভোটে রেহাই পেয়ে যান। অন্যদিকে, ১৯৭৪ সালে তত্কালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইমপিচমেন্ট প্রক্রিয়া চলাকালে পদত্যাগ করেন।

 

ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল (বুধবার) রাতে, প্রায় ৬ ঘন্টা বিতর্কের পর, প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ সভায় ভোটাভুটিতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইমপিচ করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত আর্টিক্যালের পক্ষে ২৩০টি ও বিপক্ষে ১৯৭টি ভোট পড়ে। অন্যদিকে, কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত আর্টিক্যালের পক্ষে ২২৯টি ও বিপক্ষে ১৯৮টি ভোট পড়ে।

এখন নিয়মানুসারে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে সভাপতিত্ব করবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেক্ষেত্রে সিনেট সদস্যরা জুরি হিসেবে বিবেচিত হবেন। যদি সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্য ইমপিচমেন্ট বা অভিশংসনের পক্ষে ভোট দেন, তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টপদ হারাবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য হবেন। তবে, সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তেমন সম্ভাবনা নেই বললেই চলে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040