মহাকাশে চীনের নতুন প্রজন্মের উপগ্রহের 'ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম' যাচাই শুরু
  2019-12-29 15:52:39  cri
ডিসেম্বর ২৯: চীনের 'শিচিয়ান ২০নং' উপগ্রহ সফলভাবে নিক্ষেপের পর ওই উপগ্রহের 'ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম' যাচাইও শুরু হয়েছে।

উল্লেখ্য, ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম হলো মহাকাশযানের কেন্দ্রীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। মহাকাশে মহাকাশযানের গতিসহ বিভিন্ন কার্যক্রমে প্রোপুলেশন সিস্টেম প্রয়োজন হয়।

চীনের মহাকাশ বিজ্ঞান গ্রুপ কোম্পানি জানায়, এই উপগ্রহের পরমাণু ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম চীনের নিজস্ব গবেষণায় উত্পাদিত হয়েছে; এর মেধাস্বত্ব পুরোপুরি চীনের। ২০১৭ সালে চীনের নিজস্ব উত্পাদিত আগের প্রজন্মের ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম 'শিচিয়ান ১৩নং' উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এবং এর মাধ্যমে চীনের উপগ্রহে ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেমও প্রথমবার যুক্ত হয়েছে। সে সময় চীনের ইলেকট্রনিক প্রোপুলেশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু হয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040