বিশ্বের দারিদ্র্যবিমোচনে চীনের অবদান অনেক: সিআরআই সম্পাদকীয়
  2019-12-29 18:07:21  cri
ডিসেম্বর ২৯: ২০১৯ সালে চীন আবারও এক কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে। এতে ৯৫ শতাংশেরও বেশি দারিদ্র্য মানুষ এবং দেশের ৯০ শতাংশেরও বেশি দরিদ্রতাকবলিত জেলা দারিদ্র্যমুক্ত হবে। চীন সম্পূর্ণ দারিদ্র্য নির্মূলকরণ এবং সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি এসব মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতার সিআরআই সম্পাদকীয়।

চীনের দারিদ্র্যবিমোচনে অর্জিত সফলতা অনেক উজ্জ্বল। এ কার্যক্রম চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের লোকজনকে কেন্দ্র করে দারিদ্র্যবিমোচনের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্য নির্ধারণ করা, অব্যাহতভাবে দারিদ্র্যমোচনের নতুন পদ্ধতি অনুসন্ধান করা এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরেরও বেশি সময়ে স্থাপিত বিরাট অর্থনৈতিক ভিত্তির সঙ্গে জড়িত। এসব উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে বর্তমান বিশ্বের অদ্বিতীয় 'চীনের দারিদ্র্যমোচনের উদাহরণ'।

বিশ্বে সবচেয়ে বেশি মানুষকে দারিদ্র্যমুক্তকরণ এবং সর্বপ্রথম জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নকারী দেশ হিসেবে, চীনের উত্থাপিত শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্যমোচনসহ বিভিন্ন পদ্ধতিতে চীন উন্নয়নশীল দেশের দারিদ্র্যমোচনের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি চীন অন্যান্য উন্নয়নশীল দেশকে রাজনৈতিক শর্তহীন সাহায্য দিয়েছে। চীনের দারিদ্র্যমোচনের চেষ্টা সারা বিশ্বকে উপকৃত করছে।

এ ছাড়া, আমদানি ও পুঁজি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অন্যান্য উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নের সামর্থ্য বাড়াতে সাহায্য করেছে চীন। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ৭৬ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পাবে এবং ৩.২ কোটি মানুষ মধ্যম পর্যায়ের দারিদ্র্য থেকে বেরিয়ে আসবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040