ওয়াং চেং লিয়াং
  2019-12-29 19:08:06  cri

ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের বিখ্যাত কন্ঠশিল্পী, গীতিকার। তিনি এখন সিছুয়ান কনজাভোটারি অব মিউজিকের একজন শিক্ষক।

২০০২ সালে ওয়াং চেং লিয়াং সিছুয়ান কনজাভোটারি অব মিউজিক থেকে স্নাতক হন; এরপর তিনি সিছুয়ান কনজাভোটারি অব মিউজিকে শিক্ষকের চাকরি পান।

২০০৫ সালে ওয়াং চেং লিয়াং দেশের 'পাব কন্ঠশিল্পী প্রতিযোগিতায়' অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। একই বছরের ২৬ সেপ্টেম্বর তিনি তার বন্ধু কন্ঠশিল্পী চাং লিয়াং ইং-এর কনসার্টে গান পরিবেশন করেন।

২০০৭ সালে ওয়াং চেং লিয়াং 'সুপার বয়' নামক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দশ জনের তালিকায় স্থান পান। প্রতিযোগিতার পর তিনি নিজের প্রথম গান 'কাঠের পাখা' প্রকাশ করেন।

২০০৯ সালের ৩১ ডিসেম্বর তিনি চীনের হুনান টেলিভিশনের নববর্ষের সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন এবং গান পরিবেশন করেন।

২০০৮ সালের ৪ জুন চীনের সিছুয়ান প্রদেশের ভয়াবহ ভূমিকম্পের পর ওয়াং চেং লিয়াং 'ভালোবাসা মানে জন্মস্থান' নামের গান রচনা করেন।

২০০৮ সালের জুলাই মাসে ওয়াং চেং লিয়াং বেইজিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে 'উজ্জ্বল করা' নামের গান রচনা করেন।

২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম চীন আন্তর্জাতিক কার্টুন উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াং চেং লিয়ান গান পরিবেশন করেন।

২০০৯ সালের মে মাসে ওয়াং চেং লিয়াং শাওছেংসিতাই সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং 'এক দুই তিন, হাত ছেড়ে দাও' শীর্ষক গানটি প্রকাশ করেন।

২০০৯ সালের ১৯ নভেম্বর ওয়াং চেং লিয়াং 'গ্লোবল চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডস' পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও গান পরিবেশন করেন।

২০০৯ সালের ২২ ডিসেম্বর ওয়াং চেং লিয়াং-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'প্রচুর ভালোবাসা' প্রকাশিত হয়।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ওয়াং চেং লিয়াং স্বরচিত গানের জন্য শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

২০১০ সালের ৩০ অক্টোবর ওয়াং চেং লিয়াং কুয়াং তুং প্রদেশের তুংকুয়ান শহরে কনসার্ট আয়োজন করেন।

২০১০ সালের ১২ ডিসেম্বর ওয়াং চেং লিয়াং 'ছিংহুয়ান বিশ্ববিদ্যালয়ের কন্ঠশিল্পী প্রতিযোগিতায়' অংশ নিয়ে 'শান্ত রাত' নামের গানটি পরিবেশন করেন।

২০১১ সালের ২১ এপ্রিল তিনি বেইজিংয়ে ছোট আকারের একটি কনসার্ট আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চেং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040