চায়না মিডিয়া গ্রুপের ২০১৯ সালের শীর্ষ ১০টি বিশ্বসংবাদ
  2019-12-30 11:23:52  cri
ডিসেম্বর ৩০: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সম্প্রতি ২০১৯ সালের শীর্ষ ১০টি বিশ্বসংবাদ প্রকাশ করেছে। খবরগুলো হচ্ছে:

১. ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সাত বার বিদেশ সফর করেন এবং প্রতিটি সফরে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

২. ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হ্রাস পায়। তবে অর্জিত প্রবৃদ্ধিতে চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে আইএমএফের স্বীকৃতি।

৩. রাশিয়া ও যুক্তরাষ্ট্র 'মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে সরে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থা।

৪. ব্রিটেনের 'ব্রেক্সিট' প্রক্রিয়ায় অচলাবস্থা

৫. সিরীয় সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে দেশের ৮৫ শতাংশ ভূখণ্ড; মধ্যপ্রাচ্যে নতুন পরিস্থিতি।

৬. কৃষ্ণগহ্বরের প্রথম ছবি; আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব প্রমাণিত

৭. ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ জন নিহত; বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ফ্লাইট বিশ্বজুড়ে বন্ধ

৮. গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ইতিহাসের নতুন রেকর্ড; সমস্যা মোকাবিলায় মাদ্রিদ সম্মেলনে মতৈক্য

৯. আফ্রিকা মহাদেশের অবাধ বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠিত; আফ্রিকার অর্থনীতির উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি

১০. প্যারিসের নটরডাম ক্যাথিড্রালে আগুন; বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040