চায়না মিডিয়া গ্রুপের ২০১৯ সালের শীর্ষ ১০টি দেশীয় সংবাদ
  2019-12-30 11:24:26  cri
ডিসেম্বর ৩০: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সম্প্রতি ২০১৯ সালের শীর্ষ ১০টি দেশীয় সংবাদ প্রকাশ করেছে। সংবাদগুলো হচ্ছে:

১. গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর উদ্‌যাপনী অনুষ্ঠান, কুজকাওয়াজ ও গণপ্যারেড জাঁকজকমপূর্ণভাবে থিয়ান আন মেন মহাচত্ত্বরে অনুষ্ঠিত; চীনা প্রেসিডেন্টের ভাষণ।

২. চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কংগ্রেসের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের রাষ্ট্র-প্রশাসনসংক্রান্ত নতুন চেতনা উন্মোচিত।

৩. সিপিসি'র স্থায়ী সদস্যদের 'শুরুর কথা ভুলে না-গিয়ে নিজেদের দায়িত্ব মনে রাখা' শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ।

৪. চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন অব্যাহত; উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন-প্র্রক্রিয়ায় সাফল্য অর্জন।

৫. 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষ ফোরামসহ চারটি সম্মেলনে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি ও আন্তর্জাতিক নতুন শৃঙ্খলা গঠনসহ চীনের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ।

৬. ম্যাকাওয়ের চীনের অধীনে ফেরার ২০তম বার্ষিকী পালিত; ম্যাকাওয়ে 'এক দেশ, দু'ই ব্যবস্থা' নীতির সাফল্য।

৭. বেইজিং তা সিং আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

৮. ফাইনালে সার্বিয়াকে পরাজিত করে চীনের নারী ভলিবল দলের বিশ্বকাপ জয়।

৯. ছাং এ-৪ মহাকাশযানের মাধ্যমে তোলা চাঁদের পেছনের অংশের ছবি প্রথম বারের মতো প্রকাশিত।

১০. ফাইভ জি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু।

(রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040