'বিশ্ব পরিচালনা ব্যবস্থা সুসংহত করা, চিন্তা করা ও একই সঙ্গে ব্যবস্থা নেয় চীন': সিআরআই সম্পাদকীয়
  2019-12-30 16:57:18  cri
ডিসেম্বর ৩০: সিআরআই সম্পাদকীয় আজ (সোমবার) 'বিশ্বের পরিচালনা ব্যবস্থা সুসংহত করা, চিন্তা করা ও একই সঙ্গে ব্যবস্থা নেয় চীন' শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অর্থনীতি হ্রাসসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কারণে আন্তর্জাতিক সমাজের পক্ষে মতৈক্যে পৌঁছানো খুব কঠিন হয়েছে। নিজ দেশের উন্নয়নের স্বার্থ এবং আন্তর্জাতিক সমাজের যৌথ স্বার্থ রক্ষায় চীন সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কারে অংশ নিয়েছে এবং ধারাবাহিক চিন্তাধারা ও কার্যক্রম পেশ করেছে। এর উদ্দেশ্য যৌথ নির্মাণ ও ভাগাভাগির বিশ্ব পরিচালনা ব্যবস্থা গড়ে তোলা এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন করা।

সম্পাদকীয়তে বলা হয়, বিশ্ব পরিচালনার সংস্কার জোরদারের লক্ষ্যে চীন সবসময় ব্যবস্থা নেয়। ছয় বছর আগে চীন 'এক দেশ, দুই ব্যবস্থা' উদ্যোগ উত্থাপন করে এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকসহ নতুন ধরনের বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান গঠন করে। চীন কার্যকর চেষ্টার মাধ্যমে অব্যাহতভাবে বিশ্বের স্থিতিশীল উন্নয়নের জন্য ইতিবাচক শক্তি যোগাচ্ছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ নির্মাণ এবং ভাগাভাগির চেতনায় অব্যাহতভাবে আন্তর্জাতিক শৃঙ্খলার আরও ন্যায়সঙ্গত উন্নয়ন জোরদার করতে, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সমাজের জন্য আরও বেশি কল্যাণ করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040