বেইজিং থেকে চাংচিয়াখৌগামী দ্রুত গতির রেলপথ চালু, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  2019-12-30 18:29:24  cri
ডিসেম্বর ৩০: বেইজিং থেকে চাংচিয়াখৌগামী দ্রুত গতির রেলপথ আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

প্রেসিডেন্ট সি বলেন, ১৯৯০ সালে চিং-চাং রেলপথ তৈরি হয়। ২০১৯ সালে চিং-চাং দ্রুত গতির রেলপথ চালু হয়। নিজস্ব ডিজাইন এবং নির্মাণের দিক থেকে এটি বিশ্বের সর্বোন্নত মানের। এর গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার থেকে ৩৫০ কিলোমিটার পর্যন্ত। চিং-চাং রেলপথ চীনের রেলপথ উন্নয়ন ও চীনের উন্নয়নের প্রমাণ। শত বছরের ইতিহাসের দিকে তাকালে চিং-চাং রেলপথকে আরও তাত্পর্যপূর্ণ মনে হয়। তিনি সব নির্মাণকর্মীকে আন্তরিক অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানান।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চিং-চাং রেলপথ হলো বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি চালু হওয়ার মাধ্যমে শীতকালীন অলিম্পিক গেমস-সংশ্লিষ্ট প্রকল্প নির্মাণে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলো জোরদার করার মাধ্যমে সময়মতো শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেন সি।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040