সিনচিয়াংয়ে সন্ত্রাসদমন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য ভিত্তিহীন: চীনা মুখপাত্র
  2019-12-30 18:39:25  cri
ডিসেম্বর ৩০: সিনচিয়াংয়ে সন্ত্রাসদমন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য একবারেই ভিত্তিহীন ও অপবাদ। চীনের বিষয়ে নাক না-গলিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের কাজ করার তাগিদ দেয় চীন। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, সিনচিয়াংয়ে সন্ত্রাসদমন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য একদম ঠিক নয়; বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণও নয়। চীন তার দৃঢ় বিরোধিতা করে। বর্তমানে সিনচিয়াংয়ের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন হচ্ছে, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা, গণজীবিকাও উন্নত হচ্ছে, অভূতপূর্ব সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বিভিন্ন ধর্মের সম্প্রীতিমূলক সহাবস্থান রয়েছে। যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে বারবার যে মিথ্যা কথা বলে, তাতে নিজের ভাবমূর্তিও নষ্ট হয়।

মুখপাত্র আরও বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের গোলাগুলিতে মোট ২১১জন নিহত হয়েছে। গত শতাব্দীর ৭০ দশকের পর এই সংখ্যা সর্বোচ্চ রেকর্ড! দেশটিতে আগ্নেয়াস্ত্রের কারণে সারা বছর ১৪,৮০০ লোক প্রাণ হারায়। তাই, অন্যদের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দিতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেন মুখপাত্র।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040