চীনের নতুন সংস্করণকৃত চিকিত্সা বীমা সূচীপত্র নতুন বছরে কার্যকর হবে
  2019-12-30 18:47:00  cri
ডিসেম্বর ৩০: চীনের নতুন সংস্করণের চিকিত্সা বীমা সূচীপত্র ২০২০ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী, অনেক ওষুধের দাম ব্যাপক মাত্রায় কমে যাবে। যা চিকিত্সা বীমায় ওষুধ অন্তর্ভুক্তকরণের কল্যাণ। ২০১৯ সালে দেশের চিকিত্সা বীমা সূচীর আলোচনায় ২৫জন বিশেষজ্ঞ অংশ নেন। তারা তিন দিনে ১৫০ ধরনের ওষুধ নিয়ে আলোচনা করেন এবং এতে ৯৭ রকমের ওষুধ চূড়ান্তভাবে চিকিত্সা বীমার সূচীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে নতুন অন্তর্ভুক্ত ৭০ ধরনের ওষুধের দাম গড়পড়তা ৬০.৭ শতাংশ কমেছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040