শ্রীলঙ্কা চীনের উন্নয়নের মহাসড়কে উঠতে চায়: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  2019-12-31 17:08:16  cri
ডিসেম্বর ৩১: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাক্সে গতকাল (সোমবার) বলেন, শ্রীলঙ্কা চীনের উন্নয়নের মডেল ও অর্জনের উচ্চ মূল্যায়ন করে এবং চীনের উন্নয়নের মহাসড়কে উঠতে চায়।

শ্রীলঙ্কায় চীনা দূতাবাস সূত্র জানায়, এদিন প্রেসিডেন্ট প্রাসাদে রাজাপাক্সে চীনা রাষ্ট্রদূত চেং সুয়েই উয়ানের সঙ্গে সাক্ষাত করেন। তিনি বলেন, চীন আমদানি-রফতানি, বিনিয়োগ, পর্যটন, উচ্চ প্রযুক্তি, শিক্ষা ও কর্মী প্রশিক্ষণের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে দৃঢ় সমর্থন দেবে।

সাক্ষাতে চেং সুয়েই উয়ান হাম্বানতোতা বন্দরসহ চীন-শ্রীলংকা সম্পর্ক নিয়ে রাজাপাক্সের সাম্প্রতিক ইতিবাচক মন্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, চীন-শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছর উচ্চ পর্যায়ের বিনিময় এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি হবে, দু'দেশের অর্থ-বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও গভীর হবে এবং চীন ও শ্রীলঙ্কার মধ্যে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের চিন্তাধারা প্রচার করতে চায় চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040