আগামী বছর 'চীন-রাশিয়া জ্ঞান' ও 'চীন-রাশিয়া পরিকল্পনায়' অবদান রাখবে বেইজিং ও মস্কো
  2019-12-31 18:44:09  cri

ডিসেম্বর ৩১: আজ (মঙ্গলবার) চীন ও রাশিয়ার নেতারা পরস্পরকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তারা আগামী বছর চীন-রাশিয়া সম্পর্কের ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করেন। চীন রাশিয়া একসঙ্গে এগিয়ে যাবে, দু'দেশের সাধারণ স্বার্থ রক্ষা করবে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় 'চীন-রাশিয়া জ্ঞান' এবং 'চীন-রাশিয়া পরিকল্পনায়' আরও অবদান রাখবে।

মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, চলতি বছর হলো চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিার ৭০তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। দু'দেশের কৌশলগত সমন্বয়ে আরও নতুন সাফল্য দেখা দিয়েছে, কার্যকর সহযোগিতা আরও উন্নত হয়েছে। চীন ও রাশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী, দৃঢ় এবং স্থিতিশীল একটি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। কেং আরও বলেন, ২০২০ সালে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হবে। চীন-রাশিয়া সম্পর্কের গুরুত্ব আরও জোরালো হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040