চীনে প্রথম সফর করবেন কিরিবাতির প্রেসিডেন্ট
  2019-12-31 18:50:59  cri

ডিসেম্বর ৩১: কিরিবাতি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তনেতি মামাউ ৪ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এটি হবে চীন ও কিরিবাতির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর পর দেশটির প্রেসিডেন্টের প্রথম চীন সফর এবং নতুন বছর প্রথম কোনো বিদেশি নেতার রাষ্ট্রীয় সফর।

কেং শুয়াং বলেন, সফরে বৈঠক করবেন প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট মামাউ। প্রধানমন্ত্রী লি'র সঙ্গেও সাক্ষাত্ করবেন মামাউ। দু'নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমস্যা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে গভীর মতবিনিময় করবেন। বেইজিংয়ের পাশাপাশি প্রেসিডেন্ট মামাউ শাংহাই, চ্যচিয়াং ও কুয়াংতুং প্রদেশ সফর করবেন।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040