চীন বিশ্বের সঙ্গে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবে: সিআরআই সম্পাদকীয়
  2019-12-31 20:45:52  cri
ডিসেম্বর ৩১: ২০২০ সাল উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চায়না মিডিয়া গ্রুপ ও ইন্টারনেটের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছাবাণী দিয়েছেন। বাণীতে তিনি গেল বছরের উন্নয়নের সাফল্য পর্যালোচনা করেছেন। তিনি ২০২০ সালের উন্নত ভবিষ্যতের জন্য সুন্দর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তাঁর বক্তব্য থেকে বোঝা যায়, চীন বিশ্বের সঙ্গে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবে। মঙ্গলবার এসব মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়।

সম্পাদকীয়তে বলা হয়, ২০১৯ সালে চীনের জিডিপি ১০০ ট্রিলিয়ন ইউয়ানের কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। জনগণের গড়পড়তা আয় ১০ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে। এই দুটি সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের অর্জিত সাফল্য বিশ্বে চীনের ভাবমূর্তি ও শক্তি তুলে ধরেছে। চীনের শক্তির পিছনে তিনটি উপাদান আছে: সংস্কার, উন্মুক্তকরণ ও উদ্ভাবন। ছাংএ্য ৪ মানব ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের অন্ধকারাচ্ছন্ন পৃষ্ঠে অবতরণ করেছে। নতুন দফা অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকা এবং শাংহাই অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক এলাকা নিয়ে নতুন জোন গড়ে উঠেছে। স্টারমার্কেট সাফল্যের সঙ্গে চালু হয়েছে। হ্রাসকৃত করের মোট পরিমাণ ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। চীন অব্যাহতভাবে উচ্চ মানের উন্নয়ন জোরদার করছে। চীন বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, চীন যা বলে তা নিশ্চয়ই বাস্তবায়ন করতে পারে।

২০২০ সালে চীন অব্যাহতভাবে 'শান্তি, উন্মুক্তকরণ ও উন্নয়নের' নীতিতে আরও সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করতে পারবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040