চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চা-চক্রে প্রেসিডেন্ট সি'র ভাষণ
  2019-12-31 20:59:26  cri

ডিসেম্বর ৩১: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নববর্ষের চা-চক্র আয়োজন করেছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর আমরা 'প্রথম শত বছরের লক্ষ্য' অর্থাত্ 'সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার' লক্ষ্য বাস্তবায়নের মহান বিজয় অর্জন করতে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, দেশের বিভিন্ন জাতির মানুষের যৌথ চেষ্টায় চীন নিশ্চয়ই চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) গঠনের প্রথম শত বছরে সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে।

প্রেসিডেন্ট সি বলেন, ২০১৯ সাল হলো নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার শেষ বছর। এই এক বছরে আমরা সবাই যৌথ চেষ্টায় অনেক সাফল্য অর্জন করেছি। এ বছর আমরা আড়ম্বরপূর্ণভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করেছি; আমরা অব্যাহতভাবে সার্বিক সংস্কার জোরদার করেছি। আমাদের উচিত শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও উভয় কল্যাণের নীতিতে বৈদেশিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা, সক্রিয়ভাবে 'এক অঞ্চল, এক পথ'-এর নির্মাণ জোরদার করা, বিশ্বের শান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখা।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040