'পর্যটন বর্ষ ২০২০' শুরু করবে চীন ও ব্রুনেই
  2020-01-01 16:58:56  cri

জানুয়ারি ১: ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানায় চীন ও ব্রুনেই পর্যটন সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও এগিয়ে নিতে ২০২০ সালে 'চীন-ব্রুনেই পর্যটন বর্ষ' চালু করবে।

বিবৃতিতে বলা হয়, পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠানটি ২০২০ সালের ১৭ জানুয়ারি ব্রুনেইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ান শহরে অনুষ্ঠিত হবে। পর্যটন বছরের লক্ষ্য দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন প্ল্যাটফর্ম সরবরাহ করা এবং পর্যটনের পাশাপাশি দুই দেশের আরও বিস্তৃত আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বিকাশের সুযোগ সৃষ্টি করা।

ব্রুনেইয়ে চীনের রাষ্ট্রদূত ইয়ু হং এদিন এক সাক্ষাত্কারে বলেন, চীন ও ব্রুনেই হলো 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ব্রুনেইকে তার অর্থনৈতিক বৈচিত্র্যময় কৌশল এগিয়ে নিতে সহায়তা করবে। পর্যটন বছর ইভেন্ট দু'দেশের মানুষের বোঝাপড়া বাড়াবে এবং দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040